বিশ্বের অতি জনপ্রিয় এবং কার রেসিং প্রতিযোগিতার সব চেয়ে বড় আয়োজন ফর্মুলা ওয়ান। হাতে গোনা মাত্র ক'টি দেশে কার রেসিং স্টেডিয়াম আছে। এর মধ্যে মালয়েশিয়া একটি। কুয়ালালামপুর বিমান বন্দরের কাছে সেপাং এলাকায় এই স্টেডিয়ামটির অবস্থান। নাম সেপাং আন্তর্জাতিক সার্কিট। গত ১৭,১৮,২৩,২৪ ও ২৫ মার্চ ২০১২ মালয়েশিয়ায় ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো। সর্বনিন্ম টিকেটের দাম ছিল ২৫ ডলার (জন প্রতি)। এক বন্ধুকে বিমান বন্দর থেকে বিদায় জানাতে কুয়ালালামপুর বিমান বন্দরে যাওয়ার পথে স্টেডিয়ামের গেটের সামনে লাগানো বিজ্ঞাপন নজরে পড়েছিলো। তখনি সিধান্ত নিয়েছিলাম ফর্মুলা ওয়ান দেখতে যাবো। অনেক পুরানো স্বপ্ন ছিল, তা সত্যি করতে ক'জন বন্ধুর সাথে গিয়েছিলাম ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতা দেখতে। স্টেডিয়ামে ভিতরে প্রবেশ করার পর পরি বৃষ্টি নেমে গিয়েছিল। আবার কিছুক্ষণ পর থেমে গিয়েছিল। ভারত,থাইল্যান্ড,ইন্দোনেশিয়া,ইংল্যান্ড, চায়না,আমেরিকা,ব্রাজিল,অস্ট্রেলিয়া, ইতালি,হংকং,ইস্তাম্বুল,কোরিয়া,কানাডা,সিঙ্গাপুর,আবুদাবি,বাহরাইন সহ বিশ্বের আরও অনেক দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
|